কাশ্মীর হামলায় অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হলো

৩ সপ্তাহ আগে
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় অভিযুক্ত আদিল হুসাইন থোকার ও আসিফ শেখ নামে দুই ব্যক্তির বাড়ি ধ্বংস করে দিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আদিল হুসাইন ও আসিফ শেখ লস্কর-ই-তৈয়বার সদস্য এবং তারা পহেলগাম হামলায় জড়িত।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাম হামলার মূল অভিযুক্তদের অন্যতম আদিল হুসাইন কাশ্মীরের অনন্তনাগ জেলার স্থানীয় বাসিন্দা। আর পুলওয়ামার বাসিন্দা আসিফ শেখ ওই হামলার পরিকল্পনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

 

প্রতিবেদন মতে, অনন্তনাগ পুলিশ বৃহস্পতিবার আদিল হুসাইনের পাশাপাশি আরও দুই জনের স্কেচ তথা হাতে আঁকা ছবি প্রকাশ করে। পুলিশ জানায়, অন্য দুই জন পাকিস্তানি নাগরিক এবং তাদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়

 

আরও পড়ুন: কাশ্মীর হামলা: মোদিকে ফোন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

 

অনন্তনাগ পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত নোটিশ অনুযায়ী, সন্দেহভাজন ওই দুজনের নাম যথাক্রমে হাসিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি পুলিশের।

 

গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামে ভয়াবহ রক্তপাত ঘটে। বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

 

এই হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও এরই মধ্যে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। ওই হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

 

আরও পড়ুন: ‘ধর্মের আগে মানবতা’: গুলিতে ঝাঁঝরা পর্যটকদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়া সাজ্জাদ

]]>
সম্পূর্ণ পড়ুন