বুধবার (৭ মে) বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সকালে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
আরও পড়ুন: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
আরও পড়ুন: তিনটি নয়, ভূপাতিত হয়েছে ভারতের ৫ যুদ্ধবিমান
পাল্টাপাল্টি এই হামলার মধ্যে কাশ্মীর সীমান্তে হতাহতের ঘটনা ঘটল।
]]>