কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টায় নরসিংদী সদর উপজেলার সদর রোড এলাকা থেকে র‍্যাব-১১ সিপিএসসি তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তি নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া এলাকার মো. আলম মিয়ার ছেলে আহম্মদ আলী (২৯)।

 

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানানা, রায়পুরা থানার মাদকদ্রব্য আইনের মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি কারাবন্দী ছিল। গেল বছরের আগস্টের ৬ তারিখে তিনি কারাগার থেকে পলায়ন করে আত্মগোপনে ছিল।

 

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা

 

পরবর্তীতে আসামির বিরুদ্ধে গাজীপুর কোনাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন