বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি ব্যবসায় প্রতিষ্ঠানের সব মালামাল। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।
আরও পড়ুন: বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ বলেন, ‘তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিল। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাদপুর, চৌগাছা ও সেনানিবাস স্টেশনসহ মোট ৫টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু সময়ের মধ্যেই পুরোপুরি নেভানো সম্ভব হবে।’