বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওভারটেকিং, ভাঙ্গা সড়ক আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
]]>