কার্সের বদলি হিসেবে মুল্ডারকে নিলো হায়দরাবাদ

৪ সপ্তাহ আগে
ব্রাইডন কার্সের চোটে কপাল খুললো প্রোটিয়া অলরাউন্ডার উইয়ান মুল্ডারের। আসর শুরুর ১৬ দিন তাকে দলে ভেড়ালো আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ।

আগামী ২২ মার্চ শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ১৮তম আসর।

 

এবারের প্রতিযোগিতাকে সামনে রেখে গত ২৪ ও ২৫ নভেম্বর মেগা নিলাম থেকে স্কোয়াড সাজিয়েছিল আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। যেখান থেকে ইংল্যান্ডের ব্রাইডন কার্সকে ১ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পান তিনি। যে চোট তাকে ছিটকে দিয়েছে আইপিএলের এবারের আসর থেকে। আর তাতে কপাল খুলেছে মুল্ডারের।

 

আরও পড়ুন: আইপিএলে এক ঝাঁক বিধি-নিষেধ, ড্রেসিংরুমে যেতে পারবেন না স্ত্রী-বান্ধবীরা

 

হায়দরাবাদ কার্সের বদলি হিসেবে সাউথ আফ্রিকার এ অলরাউন্ডারকে দলে নিয়েছে। দুজনের খেলার ধরন একই রকম, পেস বোলিং অলরাউন্ডার। অবশ্য কার্সের তুলনায় কম মূল্যতেই এ ক্রিকেটারকে পেয়েছে হায়দরাবাদ। ৭৫ লক্ষ রূপিতেই তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

সাউথ আফ্রিকার হয়ে হয়ে ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুল্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৬০ উইকেট শিকারের পাশাপাশি ৯৭০ রান করেছেন তিনি।

 

আরও পড়ুন: বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল চেন্নাই

 

এ বারের আইপিএলে দ্বিতীয় দিনই খেলতে নামবে হায়দরাবাদ। ২৩ মার্চ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা। প্রথম একাদশে মুল্ডার জায়গা করে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার পালা।

]]>
সম্পূর্ণ পড়ুন