কার্ডেই মিলবে বিমানের আন্তর্জাতিক রুটের টিকিট কেনার সুযোগ

৬ দিন আগে
বিদেশগামী সব রুটের এয়ার টিকিট এখন থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে কেনা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা এবং যাত্রীদের সুবিধা দেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

 

এতে বলা হয়, বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক কার্ড-ভিত্তিক অভ্যন্তরীণ সেটেলমেন্ট ব্যবস্থা না থাকায় বিদেশ ভ্রমণকারীরা প্রতিযোগিতামূলক মূল্যে বিমান টিকিট কেনায় নানা সীমাবদ্ধতার মুখে পড়েন। ন্যায্যমূল্য নিশ্চিত করা, ব্যবহারকারীদের সুবিধা বাড়ানো এবং বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশে পরিচালিত এয়ারলাইন্সগুলো থেকে বিমান টিকিট কেনায় ভিসাধারী আবাসিক বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ রাখা হলো।

 

তবে এ ক্ষেত্রে কিছু শর্তের কথা তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, সব টিকিট বিক্রয়লব্ধ অর্থ দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এতে করে সংশ্লিষ্ট আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে।

 

আরও পড়ুন: বিমানের টিকিট বিক্রিতে ওটিএর অফারের ফাঁদ, ক্ষতিগ্রস্ত গ্রাহক ও এজেন্সি!

 

ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল করা যাবে; তবে সেটি তখনই সম্ভব হবে যখন এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট বিক্রির পুরো অর্থ দেশে জমা হয়েছে।

 

এছাড়া দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের টিকিট বিক্রির বিপরীতে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা এডি ব্যাংকে পরিচালিত হিসাবেই জমা করবে। এই হিসেবে জামাকৃত অর্থ ব্যয়াতিরিক্ত আয় হিসেবে বিদেশি এয়ারলাইন্স তাদের প্যারেন্ট অফিসে পাঠাতে পারবে।

 

এই সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এর আগে আন্তর্জাতিক কার্ড শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে খরচে ব্যবহারের সুযোগ ছিল। তবে নতুন নীতিমালার ফলে যাত্রীরা দেশে বসেই আন্তর্জাতিক রুটের টিকিট সহজে এবং স্বচ্ছ পদ্ধতিতে কিনতে পারবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন