কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুর ঠিক আগের ভিডিও ঘিরে চাঞ্চল্য!

১ সপ্তাহে আগে
ভারতের শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। গত বৃহস্পতিবার (১২ জুন) মারা যান সঞ্জয়। মৃত্যুর পর এক হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন সঞ্জয় এবং তাকে ঘিরে রয়েছেন মেডিকেল টিমের সদস্যরা। তারা চেষ্টা করছেন সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে বাঁচাতে।


জানা গেছে, গত ১২ জুন ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় তিনি সেখানেই উপস্থিত ছিলেন এবং খেলতে নামার ঠিক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

 

আরও পড়ুন: সঞ্জয়ের শেষকৃত্য সন্ধ্যায়, উত্তরাধিকার দৌঁড়ে এগিয়ে কে?

 

যদিও ভিডিওটির পুরোপুরি সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সঞ্জয়ের মৃত্যুর আগে এটিই শেষমুহূর্তের ভিডিও।


সঞ্জয়ের মৃত্যুতে কাপুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর পর ৭ দিন পরে শেষকৃত্য অনুষ্ঠিত হয় ১৯ জুন, দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, তার সন্তান সামাইরা ও কিয়ান, বোন কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান।

 

শেষকৃত্যের সময় কারিশমাকে চোখের জল ফেলতে দেখা যায়। কারিনা কাপুর ভাইঝি ও ভাইপোকে সামলাতে ব্যস্ত ছিলেন।

 

আরও পড়ুন: মৃত্যুর ছয়দিন পরও শেষকৃত্য হয়নি কারিশমার প্রাক্তন স্বামীর

 

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও জীবনের বার্তা দিয়ে টুইট করেছিলেন সঞ্জয় কাপুর। তিনি লেখেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। এরপর কী হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন, এখন শুধুই স্বাধীনভাবে জীবনযাপন করুন।'

 

উল্লেখ্য, ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেছিলেন সঞ্জয় কাপুর। দম্পতির দুই সন্তান রয়েছে। ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন