কারাবো কাপ থেকে ছিটকে গেলেও শিষ্যদের লড়াইয়ে খুশি ইউনাইটেড কোচ

২ সপ্তাহ আগে
টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে কারাবো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হারলেও ম্যাচে শিষ্যদের লড়াইয়ে খুশি কোচ রুবেন আমোরিম।

নতুন কোচের অধীনে নতুন করে জ্বলে ওঠার বার্তা দিচ্ছিল ইউনাইটেড। সবশেষ লিগ ম্যাচে তারা হারিয়েছে পরাশক্তি ম্যানচেস্টার সিটিকে। তবে একই দ্লটাই কি না হোঁচট খেল টটেনহ্যামের বিপক্ষে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে ৪-৩ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

 

ম্যাচের ১৫তম মিনিটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে রেড ডেভিলরা। ৩-০ গোলে পিছিয়ে পড়া দলটি ম্যাচের ৭০তম মিনিটের মধ্যে ব্যবধান নিয়ে এসেছিল ৩-২’ এ। যদিও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়। তবে শিষ্যদের লড়াইয়ের মানসিকতায় খুশি আমোরিম।

 

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেয়া প্রতিক্রিয়ায় এ পর্তুগিজ কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা কিছুটা অগোছালো ছিলাম, আমাদের জন্য সেটা ছিল কঠিন সময়। ১০ মিনিটের মতো। এরপর আমরা ঘুরে দাঁড়াই। আমার মনে হয়, আমরা দারুণ খেলেছি।’

 

আরও পড়ুন: শিরোপা সম্ভাবনা নিয়ে এখনই ভাবতে চান না স্লট

 

হারলেও ম্যাচে আধিপত্য ছিল রেড ডেভিলদের। ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২০টি শট নেয় তারা। তবে লক্ষ্যে রাখতে পারে মাত্র ৫টি। অন্যদিকে ৯ শটের ৬টিই লক্ষ্যে রেখেছিল টটেনহ্যাম। মূলত ফিনিশিংয়ের দুর্বলতা ইউনাইটেডকে ম্যাচে পিছিয়ে দেয়।

 

আমোরিম বলেন, ‘আমার মতে পুরো ম্যাচে দৃষ্টি দিলে বিষয়টা স্পষ্ট যে, আমরাই তুলনামূলক ভালো দল ছিলাম, কিন্তু তারা (ফিনিশিংয়ে) বেশি নিখুঁত ছিল। আমরা ম্যাচ হেরেছি, কিন্তু ছেলেরা যে লড়াই করেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে ভালো একটা ম্যাচ হলো, কিন্তু আমাদের জন্য এটা বিস্বাদের। কারণ আমরা জিততে পারিনি, এখন পরের ম্যাচে আমাদের নজর দিতে হবে।’

 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে হামজার খেলা নিয়ে যা বললেন বাফুফে সভাপতি

 

ইউনাইটেডের চোখ আপাতত লিগ ম্যাচে। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগের ১৩তম স্থানে থাকা দলটির পরবর্তী ম্যাচ রোববার (২২ ডিসেম্বর) বোর্নমাউথের বিপক্ষে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন