কারাবন্দি ফিলিস্তিনি নেতার সঙ্গে দেখা করে কী বললেন ইসরাইলি মন্ত্রী?

৪ সপ্তাহ আগে
ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী কারাগারে বিশিষ্ট ফিলিস্তিনি মারওয়ান বারঘৌতির সাথে দেখা করেছেন এবং তাকে বলেছেন আপনি জিততে পারবেন না। শুক্রবার (১৫ আগস্ট) একটি ভিডিওতে এমনটা দেখা গেছে। খবর রয়টার্সের।

আরেকজন কট্টর মন্ত্রিসভার সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেয়ার প্রতিশ্রুতি দেয়ার একদিন পর এই ঘটনা সামনে এলো।


ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। ফিলিস্তিনি নেতা বারঘৌতিকে বলেছেন, যে কেউ ইসরাইলকে হুমকি দিলে তাকে নির্মূল করা হবে।

 

আরও পড়ুন:ইসরাইলের নতুন করে বসতি স্থাপন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ‘কবর’ দিতে পারে


বারঘৌতি দুই দশকেরও বেশি সময় ধরে জেলে থাকা ফিলিস্তিনিদের মধ্যে একজন।

 

মন্ত্রী এই সপ্তাহের শুরুতে কারাগারটি পরিদর্শন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যখন বলেছিলেন যে, নতুন বসতি স্থাপনের একটি প্রকল্প শুরু হবে, যা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে বাস্তবায়িত হতে দেবে না, তারপর কারাগার পরিদর্শনের বিষয়টি সামনে আসে।

 

এদিকে, বেন-গভিরের এক্স-এর ভিডিও ক্লিপে বারঘৌতিকে রোগা এবং দুর্বল দেখাচ্ছিল, মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তুমি জিততে পারবে না। যে কেউ ইসরাইলের  জনগণের সাথে ঝামেলা করবে, যে কেউ আমাদের শিশুদের হত্যা করবে, যে কেউ আমাদের নারীদের হত্যা করবে - আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব।’

 

মন্ত্রী আরও বলেন, ইতিহাস জুড়ে তোমার এটা জানা উচিত। ১৩ সেকেন্ডের ক্লিপে বারঘৌতির জবাব কেটে বাদ দিয়েছিলেন বেন-গভির।


এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি এবং বেন-গভিরের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেন-গভিরের মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।

 

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় চরমপন্থি মন্ত্রী বেন-গভিরের রিমন কারাগারের নির্জন কারাবাস বিভাগে হামলা এবং ভাই ও নেতা মারওয়ান বারঘৌতির প্রতি তার সরাসরি হুমকির তীব্র নিন্দা জানায়।

 

আরও পড়ুন:সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা, ইসরাইলকে তুরস্কের হুঁশিয়ারি

 

২০০৪ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা বা বিদ্রোহের সময় ইসরাইলিদের উপর অতর্কিত হামলা এবং আত্মঘাতী হামলার জন্য বারঘৌতিকে দোষী সাব্যস্ত করার পর তাকে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন