কারাগারের ব্যারাকের সিলিং ফ্যানে ঝুলছিল কারারক্ষীর মরদেহ

২০ ঘন্টা আগে
পটুয়াখালী জেলা কারাগারে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে সহকর্মীরা শাজিদুলের কক্ষের ভিতরে সিলিং ফ্যানে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: একই রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, স্বামী আটক


প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ঈদের ছুটির জন্য আবেদন করলে তা না মঞ্জুর করায় এবং উপরন্তু গালিগালাজের শিকার হওয়ায় মানসিকচাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।


এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’


আরও পড়ুন: ক্যাম্পের টয়লেট থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাজিদুল আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

]]>
সম্পূর্ণ পড়ুন