শুক্রবার (৯ মে) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আইভীকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামি ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাতভর অভিযান, ভোরে গ্রেফতার আইভী
এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। তার বিরুদ্ধে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হত্যা, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে।