কারাগার থেকে বের হওয়া মাত্র আবারও গ্রেফতার আওয়ামী লীগ নেতা

১ সপ্তাহে আগে
বরগুনায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতাকে জেলগেট থেকে আটক করেছে পুলিশ। পরে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম বাদল খান। তিনি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

আমতলী পৌরসভা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে গত ১০ এপ্রিল রাতে তাকে একটি অনাথ আশ্রম থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

আরও পড়ুন: বিএনপি হোক বা আওয়ামী লীগ, মিথ্যা মামলা চাই না: মির্জা ফখরুল

 

এ মামলায় জামিন পেয়ে বুধবার (৩০ এপ্রিল) রাতে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিস্ফোরণ দ্রব্য আইনে দায়ের করা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

স্থানীয়ভাবে আওয়ামী লীগের ‘দাপুটে’ নেতা হিসেবে পরিচিত ছিলেন বাদল খান। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।

 

আরও পড়ুন: ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বাদল খানকে আদালতে হাজির করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন