রোববার (৭ সেপ্টেম্বর) সিটি হাট এলাকায় ওই যুবককে কামড় দেয় রাসেল ভাইপার সাপ। তবে অন্য দশজনের মতো ভয়ে না পালিয়ে উল্টো সাপটিকে ধরে ফেলেন যুবক।
এরপর ওই যুব্ক অটোরিকশা চালিয়ে সাপসহ সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন। হঠাৎ জীবন্ত সাপ দেখে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অবাক হয়ে যান। তবে আক্রান্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: পেট্রল পাম্পের ক্যাশিয়ার হত্যা: মাত্র ১৫ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত করে রতন
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে সাপের ছবিও পাওয়া গেছে। এই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।