কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার জীবননগরে ঘরের ছাদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাবিনা খাতুন নতুন চাকলা গ্রামের ছোবদুলের স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে সাবিনা খাতুন বাড়ির ছাদে নিজের বোরখা শুকাতে গিয়েছিলেন। বোরখা নেড়ে দেয়ার সময় অসাবধানবশত পা পিছলে ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

আরও পড়ুন: মানিকগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

 

জীবননগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন