কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, সোমবার খোলা হবে ১৬ জলকপাট

২ দিন আগে
সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নামা পানির প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমায় পৌঁছেছে। ফলে সোমবার (৪ আগস্ট) খুলে দেয়া হবে বাঁধের ১৬ জলকপাট।

রোববার (৩ আগস্ট) রাতে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়া এবং রাঙ্গামাটির নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে সোমবার বিকেল তিনটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে।


একই সঙ্গে কেন্দ্রের ৫ টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, বর্তমানে লেকের পানির লেভেল ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।  পানির লেভেল অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।


আরও পড়ুন: তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরার ধুম, কর্মচঞ্চল ফিশারি ঘাট


এবিষয়ে  কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেভাবে বাড়তে থাকলে  সোমবার বিকালে জলকপাট খুলে দেয়া হবে। তবে পানি বাড়ার মাত্রা যদি রাতের মত না থাকে তাহলে জলকপাট খোলার সিদ্ধান্ত পরিবর্ত হতে পারে। তবে সেটা যদি হয় তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


বর্তমানে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৭ এমএসএল (মীনস সি লেভেল) রয়েছে। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও বাধের বয়সের কারণে ১০৭ এর বেশি হলে এটিকে বিপৎসীমা ধরা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন