সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।
বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
চিঠি আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে চাঁদাবাজির দায়ে বিএনপি নেতা ইউসুফকে বহিষ্কার
বহিস্কারের চিঠিতে আর কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে, আজ সোমবার (১৫ সেপ্টম্বর) জুনায়েদ হোসেন লিওনের একটি মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই জের ধরে লিয়নকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জুনায়েদ হোসেন লিওনের বিরুদ্ধে পরিবহন ব্যবসায় প্রভাব খাটানো, অবৈধ মাটির ব্যবসা জড়িত থাকাসহ এলাকায় বিভিন্ন অন্যায় ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি একটি নারী নির্যাতনের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলাও দায়ের করা হয়েছে।