আগের ম্যাচে কাভালরির হয়ে হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সামিত সোম। সে ম্যাচে গোল পাননি, কোনো অ্যাসিস্টও করেননি, তবে তিনি খেলেছেন দুর্দান্ত। সেদিন ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সামিতের দল।
সে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে এ সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সামিত সোম। সে ছাড়াও কাভালরির ৩ ফুটবলার আছেন সপ্তাহসেরা এই দলে।
আরও পড়ুন: জুনে বাছাই পর্বে আর্জেন্টিনার দুই ম্যাচ, বছরের শেষে প্রতিপক্ষ অ্যাঙ্গোলা
ইয়র্কের বিপক্ষে গোল করেছেন টোবিয়াস ওয়ারচেস্কি এবং ফ্রেজার। তারা দুজনেই জায়গা পেয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা এই দলে। এছাড়া সামিতের ক্লাব সতীর্থ সার্জিও কামার্গোও আছেন এই একাদশে।
৮ দলের লিগে সামিত সোমের কাভালরি এফসি অবস্থান করছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ৪ ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করেছে তারা। বাকি দুই ম্যাচেই হেরেছে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো ওটোয়া।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে পাওয়ার চেষ্টায় রিয়াল
এদিকে বাংলাদেশ সময় গত শুক্রবার (২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। আর তার ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট হয়ে যায়।
]]>