কানাডার নির্বাচনে মার্ক কার্নির লেবারেল পার্টির জয়ের সম্ভাবনা

১ সপ্তাহে আগে
কানাডার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা। মার্ক কার্নির নেতৃত্বে কানাডার লিবারেল পার্টি সরকার গঠনের জন্য পর্যাপ্ত ভোট পাবে বলে ধারণা করছে পাবলিক ব্রডকাস্টার সিবিসি।

তবে সিবিসি বলছে, দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।


মার্ক কার্নি তার দলের সহকর্মী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মাত্র ছয় সপ্তাহ পরেই এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

 

আরও পড়ুন:কানাডায় জাতীয় নির্বাচন আজ, বেছে নেয়া হবে পরবর্তী প্রধানমন্ত্রী


এবারের নির্বাচনে পিয়েরে পলিয়েভ্রোর কনজারভেটিভ পার্টি, জাগমিত সিংয়ের এনডিপি এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে।


সোমবার (স্থানীয় সময়) সকাল সাতটা থেকে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে লাখ লাখ কানাডিয়ান নির্বাচনে ভোট দেন। যেখানে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং কানাডাকে ৫১তম রাজ্যে পরিণত করার আহ্বানের প্রতি প্রার্থীরা কীভাবে প্রতিক্রিয়া জানান তা প্রধান ইস্যু ছিল। 

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রতি শুল্ক আরোপের হুমকি দেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর আহ্বান জানান। তবে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করেন কার্নি।  

 

বিভিন্ন জরিপের আগাম তথ্য অনুযায়ী, লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। 

 

আরও পড়ুন:কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ায় ‘অনেক মানুষ’ নিহতের আশঙ্কা

 

সরকার গঠনের জন্য যে কোনো দলকে ৩৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ১৭২টি আসনে জয়ী হতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন