বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুনিধি একটি ঘোষণা দেন। লেখেন,
নিকেতন সোসাইটির মালিকদের উদ্দেশ্যে বলছি- আপনারা বাসায় কুকুর রাখার অনুমতি দেন না, তার একমাত্র কারন আপনারা নিজেরাই এক একটা হিংস্র, অশিক্ষিত জানোয়ার। ধন্যবাদ।
এমন পোস্টের ব্যাকগ্রাউন্ডে সুনিধি জুড়ে দিয়েছেন কেনড্রিক লামারের ‘দে নট লাইক আস’ গানটি।
গায়িকার এমন স্ট্যাটাসের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেন। একজন লেখেন, ‘জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর।’
আরেকজন পোষা কুকুর লুনার ছবি আপলোড করে লেখেন, ‘সত্যিই? আর আমি এখানে আমাদের লুনাকে নিয়ে সেখানে বাসা নেয়ার পরিকল্পনা করছিলাম!’
আরও পড়ুন: নাটক, চলচ্চিত্রে ধূমপান-মাদক গ্রহণের দৃশ্যে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরের সুপারিশ
প্রসঙ্গত আসামের মেয়ে সুনিতা কলকাতার মেয়ে হলেও তিনি বাংলাদেশের সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। ২০২০ সালে ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সুনিতা-অর্ণব।
আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া
]]>

৬ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·