কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার তীব্র নিন্দা আরব আমিরাতের

২ সপ্তাহ আগে
কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানায়, আমিরাত কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমায় ইরানি বিপ্লবী গার্ডের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।

 

বিবৃতিতে আরও বলা হয়, আমিরাত কাতার ও আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো হামলার তীব্র বিরোধিতা করে।

 

আরও পড়ুন:ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির মধ্যে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

 

এর আগে সৌদি আরব এবং কাতারও ইরানের হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

 

আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে মার্কিন ও কাতারি সেনারা যৌথভাবে অবস্থান করছে।

 

আরও পড়ুন:কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানকে নিয়ে যা বললো সৌদি

 

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে কঠোর ভাষায় ইরানের হামলার নিন্দা জানানো হয়। 

 

UAE Condemns in the Strongest Terms Targeting of Qatar

The United Arab Emirates has condemned in the strongest terms the targeting of Al Udeid Air Base in the State of Qatar by the Iranian Revolutionary Guards, considering it a flagrant violation of the sovereignty of Qatar and…

— Afra Al Hameli (@AfraMalHameli) June 23, 2025
]]>
সম্পূর্ণ পড়ুন