কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার

২ সপ্তাহ আগে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।

লন্ডনে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতারের আমিরের বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠানোর কৃতজ্ঞতা সরূপ এই মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।


বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩ টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।


আরও পড়ুন: কাতারের আমিরকে নিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন তারেক রহমান


মৌসুমি ফল গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রটোকল পরিচারক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।


সোমবার (২৩ জুন) খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে এই মৌসুমি ফল পাঠানো ব্যবস্থা করেন বিএনপির ময়মনসিংহ শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

]]>
সম্পূর্ণ পড়ুন