লন্ডনে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতারের আমিরের বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠানোর কৃতজ্ঞতা সরূপ এই মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।
বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩ টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
আরও পড়ুন: কাতারের আমিরকে নিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন তারেক রহমান
মৌসুমি ফল গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রটোকল পরিচারক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।
সোমবার (২৩ জুন) খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে এই মৌসুমি ফল পাঠানো ব্যবস্থা করেন বিএনপির ময়মনসিংহ শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।