রয়টার্সের ছবিতে কাতারের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের আলো দেখা গেছে। ইরানের হামলার খবর পাওয়ার পর এটিই প্রথম ছবি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানকার সামরিক বাহিনী কাতারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে।
আরও পড়ুন: মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর কী বললো কাতার
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে।
ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা এটিকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।’
আরও পড়ুন: ‘সিচুয়েশন রুমে’ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা
কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা সফলভাবে প্রতিহত করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ‘বাধা দিয়েছে’ এবং ঘাঁটিটি আগেই খালি করা হয়েছে বলেও দাবি করেছেন আনসারী।
]]>