কাতারে নিজ দেশের নাগরিকদের এবার সতর্ক করল যুক্তরাজ্য

২ সপ্তাহ আগে
কাতারে থাকা ব্রিটিশদের ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয় নেয়া উচিত’ বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টকে বলেছেন, মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা নিবিড়ভাবে অনুসরণ করা উচিত। খবর বিবিসি’র।

 

তিনি আরও বলেন, সরকার এখন কাতারে ব্রিটিশ নাগরিকদের ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়স্থলে থাকার’ সুপারিশ করছে।

 

এর আগে আল জাজিরা জানায়, কাতারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায়, সেখানকার মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে। 

 

আরও পড়ুন: কাতারে থাকা মার্কিনিদের নিরাপদে যেতে বললো দূতাবাস

 

এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়েই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নানা সতর্কতার কারণে’ এই পরামর্শ দেয়া হয়েছে। 

 

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের ‘কঠিন জবাব’ দেয়ার হুঁশিয়ারির মধ্যেই এ তথ্য সামনে এলো। এছাড়া ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে বলে আশঙ্কা করছেন অনেকেই।

 

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন, বেশ কয়েকটি দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বা নির্দিষ্ট স্থান এড়িয়ে চলার জন্য যে পরামর্শ জারি করেছে, তা ‘নির্দিষ্ট হুমকির অস্তিত্বকে প্রতিফলিত করে না’। 

 

কাতার নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে মাজেদ আল-আনসারী বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ‘স্থিতিশীল’ রয়েছে। 

 

আরও পড়ুন: মেহেদী খানআলিজাদেহ’র হুঁশিয়ারি /৫০ হাজার মার্কিন সেনা ওয়াশিংটনে ফেরত যাবে ‘কফিনে’!

 

তিনি আরও বলেন, ‘কাতার তার নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে প্রস্তুত।’

]]>
সম্পূর্ণ পড়ুন