কাতারে ইসরাইলের হামলা: হামাসের শীর্ষ নেতাদের ভাগ্যে কী ঘটেছে?

৩ সপ্তাহ আগে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি জানিয়েছেন, কাতারের দোহায় ইসরাইলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সংগঠনের শীর্ষ নেতারা বেঁচে গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বলেন, হামাস নেতারা সবাই নিরাপদে আছেন।

 

সুহাইল আল-হিন্দি জানান, হামাস নেতা খলিল আল-হাইয়া হামলা থেকে রক্ষা পেলেও তার ছেলে হুমাম ও এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। এছাড়া তিনজন দেহরক্ষীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

তিনি বলেন, ‘যেকোনো প্রাণহানিই দুঃখজনক। নেতৃত্বের রক্ত যেমন মূল্যবান, ঠিক তেমনি প্রতিটি ফিলিস্তিনি শিশুর রক্তও সমান মূল্যবান।’

 

আল-হিন্দি আরও বলেন, দোহায় এই হামলা শুধু হামাস বা কাতারের ওপরই নয়, বরং এটি আরব, মুসলিম এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের ওপরও এক ধরনের আগ্রাসন।

 

আরও পড়ুন: দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা কাতারের

 

তিনি বলেন, ‘যারা যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, তাদের হত্যার চেষ্টা একটি ভয়াবহ অপরাধ—মুক্ত বিশ্বকে এই জঘন্য হামলা প্রত্যাখ্যান করতে হবে।’

 

ইসরাইলের হামলার বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আল-হিন্দি বলেন, শুধু নিন্দা আর বিবৃতিই যথেষ্ট নয়।’

 

মঙ্গলবার এই হামলা চালানো হয়। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানায় রয়টার্স।

 

আরও পড়ুন: কাতারের দোহায় ইসরাইলের হামলা, হামাস নেতাদের গুপ্তহত্যার চেষ্টা

 

ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে একটি গুপ্তহত্যার চেষ্টার অংশ হিসেবে দোহায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। সূত্রের বরাতে একাধিক ইসরাইলি গণমাধ্যম ও আল জাজিরাও হামলার খবর নিশ্চিত করেছে।

 

ওয়াইনেটনিউজ, চ্যানেল ১২ ও কানের মতো ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে অনুষ্ঠিত এক বৈঠকের সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

এরপর ইসরাইলি সামরিক বাহিনীও (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। এক এক্স পোস্টে বলেছে, আইডিএফ ও আইএসএ (ইসরাইল সিকিউরিটি এজেন্সি) হামাস সন্ত্রাসী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃত্বকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন