কাতার, সৌদি আরব, আইভোরি কোস্ট ও সেনেগাল নিশ্চিত করলো বিশ্বকাপের টিকিট

১ সপ্তাহে আগে
এশিয়া অঞ্চল থেকে একই দিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ নিশ্চিত করলো কাতার ও সৌদি আরব। অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে টিকিট নিশ্চিত করলো সেনেগাল ও আইভোরি কোস্ট।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতার। ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সৌদি আরব।

 

২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর প্রথমবার বাছাই থেকে মূলপর্বে জায়গা করে নিলো কাতার। চতুর্থ রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে  আরব আমিরাতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুযোগটি লুফে নিয়েছে তারা। তবে সুযোগটি ছিল আরব আমিরাতের সামনেও। নির্ধারিত সময়ে দুই গোলে এগিয়ে থাকা কাতার ৮৯তম মিনিটে লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়। যোগ করা সময়ের খেলা হয় ১৫ মিনিট। এর মধ্যে অষ্টম মিনিটে ব্যবধান কমিয়েছিল আমিরাত। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। সমতায় ফিরলেও পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হতো দুদলের।

 

আরও পড়ুন: রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের

 

এদিকে গত বুধবার ইন্দোনেশিয়াকে হারানো সৌদি আরবের জন্য সমীকরণটা ছিল সহজ। ইরাকের বিপক্ষে ড্র করলেই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টিকিট নিশ্চিত করতো তারা। সে পথেই হেঁটেছে তারা। তাতে সপ্তম বারের মতো জায়গা করে নিলো ফিফা বিশ্বকাপে। আর ১৯৮৬ সালের পর বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ হারাল ইরাক। অবশ্য তাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। নভেম্বরে আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফের ম্যাচে জিতলে, তারা সুযোগ পাবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে। সেখানে ভালো করতে পারলে সুযোগ মিলবে মূলপর্বে।

 

অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলো সেনেগাল ও আইভোরি কোস্ট। সাদিও মানের জোড়া গোলে মাউরিতানিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টিকিট পেলো সেনেগাল। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৪। ডিআর কঙ্গো থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে বাছাই শেষ করেছে তারা।

 

আরও পড়ুন: ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

 

‘এফ’ গ্রুপে বাঁচা-মরার ম্যাচ ছিল আইভোরি কোস্টের। কেনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। আইভোরি হারলে সুযোগটা পেয়ে যেত গ্যাবন। তারা মাত্র ১ পয়েন্ট পেছনে থাকায় সরাসরি বিশ্বকাপের টিকিট পেলো না। এদিন আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাও। ২০১০ সালে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর এবার তারা বাছাই থেকে যোগ্যতা অর্জন করলো।

 

এশিয়া ও আফ্রিকার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।  

]]>
সম্পূর্ণ পড়ুন