কাটবে নিষেধাজ্ঞা, যথাসময়েই হবে ইজতেমা: স্বরাষ্ট্র উপদেষ্টা

২ সপ্তাহ আগে
ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যথাসময়েই ইজতেমা হবে। তবে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং যুবায়ের দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিলেন। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে।

 

আরও পড়ুন: ইজতেমা মাঠকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি


যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগন্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া  অন্যান্য সশস্ত্র বাহিনী র‍্যাব, বিজিবি রয়ে গেছে। নির্বাচনসহ যেকোনো অবস্থা মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না।


মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের সব বিভাগের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন