নিহত যুবক জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে মো. শাহীন (২১)। আহত ইউনুস (২৫) একই উপজেলার মুহুরীগঞ্জ এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শাহীন এসির মেকানিক হিসাবে শহরের একটি সেন্টারে কাজ শিখছিল। ইউনুসও একই সেন্টারে এসি মেরামতের কাজ শিখছিল। শাহীন প্রতিদিনের মতো শখ করে কেনা মোটরসাইকেল নিয়ে ফেনী যাওয়ার পথে সকাল দশটার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আরও পড়ুন: সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৪
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে আশপাশের কেউ বলতে পারছে না। আহত ইউনুসের এখনো জ্ঞান ফিরেনি। তার সঙ্গে কথা বলা গেলে ঘটনার কারণ জানা যাবে।
]]>