তার আগেই সড়কে কান্নারত এক শিশুকে থানায় নিয়ে যায় কে বা কারা। আর তার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে রাবেয়া বেগমের পরিবার কিংবা স্বজনদের নজরে পড়েনি তা।
এমনই এক ঘটনা ঘটে চাঁদপুরের মতলব দক্ষিণ থানায়। শনিবার (১ নভেম্বর) বিকেলে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ শিশু রাবেয়া বেগমকে তার বাবা ও মায়ের হাতে তুলে দেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিশুটিকে পেয়ে তার ব্যক্তিগত এবং থানার ফেসবুক পেজে পোস্ট দেন।
আরও পড়ুন: তিন লাখ টাকার পান এবছর বিক্রি হচ্ছে মাত্র ৬০ হাজারে, দিশেহারা চাঁদপুরের চাষিরা
কারণ, শিশুটি তার বাবা ও মায়ের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারেনি।
অন্যদিকে, শিশুর বাবা ইমাম হোসেন জানান, নিজের কাজের সন্ধানে বাইরে এবং তার স্ত্রী সেলিনা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে তাদের মেয়ে বাড়ির বাইরে যায়। পরে পথ ভুলে হারিয়ে যায়। এখন মেয়েকে কাছে পেয়ে দারুণ খুশি তারা। মতলব পৌরসভার পূর্ব কলাদী প্রধান বাড়ির বাসিন্দা তারা।
আরও পড়ুন: চাঁদপুরে বিষধর সাপের কামড়ে প্রবাস ফেরত যুবকের মৃত্যু
পুলিশের দায়িত্ববোধ সম্পর্কে মন্তব্য করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, শুধু মাত্র অপরাধ নির্মূল নয়। সমাজ এবং দায়বদ্ধতা রয়েছে। এমন সামাজিক কাজগুলোও পুলিশকে করতে হয়। এরই একটা অংশ হচ্ছে, শিশু রাবেয়া বেগমকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া। যেমনটি মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পালন করেছেন।
]]>

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·