কাউন্সিলিংয়েও সংশোধন হয়নি তৃতীয় লিঙ্গের সদস্যরা, এবার গ্রেফতার ১২

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারররা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‘উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক, কাঞ্চন সেতু ও শহীদ ফারহান ফাইয়াজ সেতুসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে দীর্ঘদিন যাবত নানাভাবে হয়রানি করে আসছে তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হলেও মানবিক দিক বিবেচনা করে পুলিশ এতোদিন কোনো ব্যবস্থা নেয়নি। তবে বার বার সতর্ক ও কাউন্সিলিং করার পরেও তারা সংশোধন হয় নি। মানুষকে নানাভাবে উত্যক্ত ও হয়রানি করে আসছে।’

 

আরও পড়ুন: রূপগঞ্জে মুড়াপাড়া কলেজের পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

 

ওসি তরিকুল ইসলাম আরও বলেন, সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর দাবিকৃত চাঁদা না দেয়ায় প্রবাসীদের গাড়ি থামিয়ে তাদেরকে মারধর করে তৃতীয় লিঙ্গের চক্রটি। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগিরা। সেই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তৃতীয় লিঙ্গের গ্রুপের বারোজনকে গ্রেফতার করি। পরে চাঁদাবাজির মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এই গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।’

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন