কাঁদছে দর্শক, আকাশ ছোঁয়া আয়ের পথে ‘সাইয়ারা’

২ দিন আগে
উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প ‘সাইয়ারা’। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে উপচে পড়া ভিড় সিনেপ্রেমীদের। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা এ সিনেমা ভাঙছে একের পর এক রেকর্ড। যে কারেণ মুক্তির ৭ দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে নির্মাণ ব্যয়ের চারগুণ অর্থ।

তারার জগতে এক নিঃসঙ্গ তারাই হলো ‘সাইয়ারা’। যে তারা নিজে জ্বলে আলোকিত করে অন্যের জীবন। প্রেম, ভালোবাসা আর বিরহের জটিল সমীকরণের এ গল্পে নিজেকে হারিয়ে ফেলেছে সিনেপ্রেমীরা। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমা কাঁপিয়ে দিয়েছে বলিউডের বক্স অফিস।

 

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা। সিনেমায় তুলে ধরা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী এক সংগীতশিল্পীকে। চরিত্রের নাম কৃষ কাপুর (আহান)। গল্পের নায়িকা লাজুক সাংবাদিক বাণী বাত্রা (অনীত)।

 

রূপালি পর্দায় এ দুই চরিত্রের মধ্যেকার রসায়ন, প্রেমকাহিনি দেখে মুগ্ধ দর্শক। সিনেমা দেখে প্রেক্ষাগৃহে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। অনেকে আবার পর্দায় হৃদয় দোলানো বেদনা সইতে না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছেন। ইমোশনে ভরপুর হওয়ায় মুক্তির মাত্র ৭ দিনেই আকাশ ছোঁয়া আয় করে নিয়েছে সিনেমাটি।

 

প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই। বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের উপহার দেন এ সিনেমা। মাত্র ৪৫ কোটির বাজেটে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

 

 সংগৃহীত

 

প্রেম-বিরহের মিশেলে হৃদয় কাঁপানো এ সিনেমার শুধু কাহিনি নয়, ট্রেলার এবং গানও এখন জনপ্রিয়তার শীর্ষে।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, স্যাকনিল্কের বক্স অফিস তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২১.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৬ কোটিতে। তৃতীয় দিনে এ সিনেমার আয় ৩৫.৭৫ কোটি ছাড়িয়ে যায়।

 

‘সাইয়ারা’ সিনেমার চতুর্থ দিনের আয় কমে হয় ২৪ কোটি। পঞ্চম দিনে কিছুটা বেড়ে দাঁড়ায় ২৫ কোটি এবং ষষ্ঠ দিনে আয় হয় ২১.৫ কোটি।

 

আরও পড়ুন: যে কারণে প্রেম ভেঙেছিল আলিয়া- সিদ্ধার্থের

 

শুক্রবার (২৫ জুলাই) সপ্তম দিনে এ সিনেমা আয় করে ১৮.৭৫ কোটি। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি রুপি; যা বাংলাদেশি মুদ্রায় হয় ২৪৩ কোটি টাকারও বেশি।

 

আরও পড়ুন: আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’

 

সিনেবোদ্ধারা বলছেন, চলতি বছরেও প্রেক্ষাগৃহগুলো হাউজফুল থাকবে। বক্স অফিস হিট সিনেমাটির আয় তাই আরও ঝড়ের গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন