কাঁঠালিয়ায় স্কুলের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন

৩ সপ্তাহ আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী মিলে মানববন্ধন করেছেন। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।


মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, ১৯০৭ সালে শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে ১৯৬২ সালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি এ বিদ্যালয় দুটিতে ৫ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মাঝখানে একটি খেলার মাঠ রয়েছে। কিন্তু মাঠের মধ্যে থেকে একটি আধাপাকা রাস্তা সম্প্রতি একটি প্রকল্পের আওতায় পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি। তবে পাকারাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু করলে দুর্ঘটনার পাশাপাশি শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আর এ নিয়ে শিক্ষক ও অভিভাবকরাও উদ্বিগ্ন। স্কুল দুটির পেছন দিয়ে রাস্তা নির্মাণ করার দাবি জানিয়েছেন তারা।


আরও পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে মশাল মিছিল


মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, আফসানা মিম ও আল রাফি, ৬ষ্ঠ শ্রেণির মাশরাফি মর্তুজা এবং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউর রহমান ও কাঠালিয়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কালু মিয়া প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন