মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সমাজসেবীরা।
এতে বক্তব্য রাখেন: স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন আরাফাত, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।
আরও পড়ুন: সাভারে সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বক্তারা বলেন, ‘মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও তা পাকা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ কয়েক শতশত মানুষকে চরম দুর্ভোগে পরতে হয়।’
তারা আরও বলেন, ‘রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট করে চলাফেরা করেন। পাশাপাশি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেয়া যায় না, যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে।’
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।