শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কাতারে উড়াল দেয়ার আগমুহূর্তে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি শনিবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেফতার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন হামীম।
আরও পড়ুন: কারাগারে নেয়ার সময় ছাত্রলীগ নেতাকে কিল-ঘুষি ও ডিম নিক্ষেপ
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন: নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেফতার
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান ছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূলহোতা হামিম বিদেশ চলে যাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যেকোনো সময় তিনি বিদেশ পাড়ি জমাতে পারেন। এ অবস্থায় শুক্রবার কাতার যাওয়ার আগ মুহূর্তে তাকে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।’
আসামিকে নান্দাইল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসার কাজ চলছে বলে জানান তিনি।