কলেজ গেটে বাড়ছে মৃত্যু, নিরাপত্তার দাবিতে রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

২ সপ্তাহ আগে
রেলগেট নির্মাণের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের রেললাইনে বসে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। তারা ‘রেলগেট চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘আর নয় প্রাণহানি’—এই স্লোগান দিতে থাকেন।

 

অবরোধের কারণে বগুড়া রেলস্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন আটকা পড়ে। কাহালু স্টেশনে আটকা পড়ে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

 

সরেজমিন দেখা গেছে, রেলস্টেশনে বহু যাত্রী আটকা পড়েন। কেউ কেউ প্ল্যাটফর্মেই বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা।

 

সান্তাহারগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘অফিসে যাওয়ার জন্য সকালেই বের হয়েছি। কিন্তু ট্রেন ছাড়ছে না। দেরি হয়ে গেল। তবে শিক্ষার্থীদের দাবিটা ঠিক আছে, নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতেই হবে।’

 

আরও পড়ুন: রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে স্বামী-স্ত্রীর মৃত্যু

 

প্রতিদিন কলেজের সামনে দিয়ে অন্তত আটটি ট্রেন চলাচল করে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রেললাইন পার হয়ে ক্লাসে যান। রেলগেট না থাকায় তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

 

সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ‘কিছুদিন আগেই আমাদের এক ভাই ট্রেনের ধাক্কায় মারা গেছে। অথচ এতদিনেও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

 

গত ৬ জুলাই সকালে কলেজের একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম (২১)। এরপর ৮ জুলাই শিক্ষার্থীরা রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে কলেজের দুই ফটকে রেলগেট নির্মাণের দাবি জানায়। পাশাপাশি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আজ রেলপথ অবরোধ করেন।

 

আরও পড়ুন: সিগন্যাল অমান্য করে রেলপথে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

 

শিক্ষার্থীরা জানান, এক সপ্তাহের মধ্যে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের আশ্বাস বাস্তবায়ন না হলে তারা আরও বড় কর্মসূচি ঘোষণা করবেন।

 

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বিভাগ লালমনিরহাট অঞ্চলের কমান্ড্যান্ট মোর্শেদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। সাত দিনের মধ্যে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন