কলাপাড়ায় সৌখিন জেলের জালে ১৫ কেজির কোরাল

২ সপ্তাহ আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীতে ঝাঁকি জালে ধরা পড়েছে ১৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এই মাছটি ধরা পড়ে সৌখিন জেলে মিলন পালোয়ানের জালে।


আজিমউদ্দিন গ্রামের বাসিন্দা মিলন পেশাদার জেলে নন। শখের বসেই নদী-খালে মাঝেমধ্যে ঝাঁকি জাল ফেলেন।


মিলন জানান, দুপুরে তেগাছিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের কাছে জাল ফেলতেই বড় আকারের কিছুর টান অনুভব করেন। খানিকটা ধস্তাধস্তির পর জাল টেনে তোলেন। জালে উঠে আসে বিশাল আকৃতির কোরাল মাছটি।


মিলন বলেন, ‘মাছটি তীরে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি একা পারছিলাম না, পরে আশপাশের কয়েকজন এগিয়ে এলে সবাই মিলে মাছটি তুলে আনি।’


আরও পড়ুন: পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল


স্থানীয় বাজারে মাছটির দাম নির্ধারণ করা হয় ২০ হাজার টাকা। তবে কেউ পুরোটা না কিনে মিলনসহ কয়েকজন মিলে ভাগাভাগি করে নেন।


মিলন জানান, এ টাকা তিনি এলাকার একটি মসজিদ নির্মাণে দান করবেন।


এদিকে, বড় আকারের মাছটি দেখতে তৎক্ষণাৎ স্থানীয় মানুষের ভিড় জমে যায় তেগাছিয়া খেয়াঘাটে। কেউ কেউ মোবাইলে ছবি তুলতে থাকেন।

]]>
সম্পূর্ণ পড়ুন