সোমবার (৪ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সংরক্ষিত যন্ত্রাংশের ভেতরে। আগুনের ধোঁয়া ও তাপ চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় অফিস কক্ষে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তবে কেউ হতাহত হননি। আগুনে একটি প্রধান ভোল্টেজ রেগুলেটর, সুইচগিয়ার ও কন্ট্রোল প্যানেলসহ বেশ কিছু দামি যন্ত্রাংশ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কলাপাড়া ও পাশের তালতলী উপজেলার বড় একটি অংশে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
আরও পড়ুন: খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. কামরুজ্জামান বলেন, ‘শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিটের স্টেশন অফিসার আব্দুল হান্নান বলেন, ‘আমরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তবে আগুনে অনেক মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।’
স্থানীয়রা বলছেন, সংরক্ষিত এলাকায় অগ্নিনির্বাপণ যন্ত্র বা পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা থাকলে এমন ক্ষয়ক্ষতি এড়ানো যেত। তারা এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
]]>