পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ তারা কি না ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করা নিয়ে শঙ্কায়। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে তাদের শুরুটা ভালো হলেও এরপর উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা এমনকি প্যারাগুয়ের বিপক্ষেও হেরেছে তারা। সবশেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা।
তাদের হতশ্রী পারফরম্যান্সে বিরক্ত সমর্থকরাও। গত বছর ঘরের মাঠেই দেশের মানুষের থেকে দুয়ো শুনতে হয়েছিল সেলেসাওদের। কয়েক ম্যাচে মাঠে দর্শকের উপস্থিতিও ছিল কম।
তবে এবার আর সমর্থকদের হতাশ করতে চান না দরিভাল জুনিয়রের শিষ্যরা। জয় উপহার দিতে বদ্ধপরিকর তারা। তবে এ লড়াইয়ে সমর্থকদেরও পাশে চান তারা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দেয়া ভিডিও বার্তায় সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানান খেলোয়াড়রা।
গোলরক্ষক অ্যালিসন বেকার বলেন, ‘হ্যালো, ব্রাসিলিয়ার মানুষ। আমি অ্যালিসন বেকার এবং কলম্বিয়ার বিপক্ষে সামনের কঠিন চ্যালেঞ্জের লক্ষ্যে আপনাদের জন্য মানে গারিঞ্চায় অপেক্ষা করছি। আসুন, একসঙ্গে লক্ষ্য অর্জন করি, আর সেটা জয়।’
আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ
নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিন্তন সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন, ‘হাই ব্রাজিলের সমর্থকরা, ব্রাসিলিয়ার মানুষ, আমি জোয়েলিন্তন। আমি আপনাদের সবাইকে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) মানে গারিঞ্চায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সমর্থন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা দারুণ একটা পার্টি করতে পারব, দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আমরা পুরো তিন পয়েন্ট পাব।’
অন্যদিকে ম্যাথিউস কুনহা অনুরোধ করে বলেন, ‘আপনাদেরকে আমার দরকার। দর্শকে ঠাসা মানে গারিঞ্চা দেখার আশায় আছি। আমি নিশ্চিত, আমাদের ওপর যা কিছু নির্ভর করছে, তা সফল করতে এবং আপনাদের গৌরব ফিরিয়ে দিতে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিব। নিশ্চিত থাকুন, খেলোয়াড় হিসেবে আমরা এই জার্সি পরতে পেরে ভীষণ গর্বিত এবং সবখানে এটা পৌঁছে দিতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব এবং সবার জন্য অসাধারণ একটা ম্যাচ খেলব।’
কনমেবল অঞ্চলের ১০ দলের মধ্যে ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে। এ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে ৬ দল। ফলে শেষ ম্যাচগুলোতে ভুল করলে অনিশ্চয়তায় পড়বে সেলেসাওরা।
আরও পড়ুন: সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান
শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মোকাবিলা করবে ব্রাজিল।
]]>