কলমাকান্দায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

২ সপ্তাহ আগে
নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোকাদ্দাস আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মোকাদ্দাস কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন শ্রমিক মোকাদ্দাস। কাজের একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চারতলা ভবন থেকে পড়ে যান নিচের তলায়।
সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় অটোরিকশা উল্টে নারী নিহত

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন