বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার সাদুল্লারচর বড়ববাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামসুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের হিলোচিয়া শাখার কর্মকর্তা।
আরও পড়ুন: থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৬ পুলিশ সদস্য
হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে বাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। বড়বাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু তার।
আরও পড়ুন: কাজের সন্ধানে বেরিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নুর আলমের
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে। তবে এর চালক পালিয়ে গেছেন।