শুক্রবার (২৭ জুন) দুপুরে কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই মিলের যে যন্ত্রপাতি আছে তা দিয়ে ভালো উৎপাদন সম্ভব নয়। কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। আমরা সরাসরি কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হলাম।
কেপিএম এর অনেক জায়গা আছে। অথচ আমরা পাল্প আমদানি করে কাগজ উৎপাদন করি। দেশের কাগজের কাঁচামাল উৎপাদন বাড়িয়ে এই মিলের উৎপাদন ক্ষমতাকে বাড়াতে হবে।
আরও পড়ুন: রক্তের ঋণ শোধে শ্রমজীবীদের কাজের ব্যবস্থা করতে হবে: শিল্প উপদেষ্টা
এর আগে উপেদেষ্টা কেপিএম গেস্ট হাউজে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সিবিএ নেতারাসহ মিলের সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে কানাডাকে শিল্প উপদেষ্টার আহ্বান
মতবিনিময় সভায় স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসাবে পাল্প আমদানি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত, প্রতিস্থাপনের জন্য ১২০ কোটি টাকা প্রস্তাব করা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে একটি নতুন পেপার মিল স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
]]>