করোনার নতুন ভ্যারিয়েন্ট: সংক্রমণ বাড়লেও সোনামসজিদ বন্দরে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষা

৪ সপ্তাহ আগে
ভারতে আবারও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশের বিভিন্ন সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। তবে এখানে নেই কোনো স্বাস্থ্য পরীক্ষার বালাই। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পারাপার হচ্ছেন দুই দেশের নাগরিকরা।

তবে অভিযোগ অস্বীকার করে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি সিভিল সার্জনের।


ভারতগামী ও ভারত ফেরত যাত্রীদের অভিযোগ, কাগজে-কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই যাতায়াত করছেন দুই দেশের যাত্রী। এমনকি ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের ব্যানার টাঙানো থাকলেও দেখা যায়নি কোনো স্বাস্থ্যকর্মী।


এদিকে, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির পক্ষ থেকে কিছুটা তৎপরতা থাকলেও স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা নেই।


আরও পড়ুন: কমপ্লিট শাটডাউনে বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি


সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামিরুল ইসলাম বলেন, ‘ভারতফেরত যাত্রীদের স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং মাস্ক পরার বিষয়ে সচেতন করা হচ্ছে।’


চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে একজন সদস্যবিশিষ্ট মেডিকেল টিম বসানো হয়েছে। তারা ভারতফেরত যাত্রী ও ট্রাকচালকদের তাপমাত্রা পরীক্ষা করছেন। তবে সেখানে করোনার কিট দিয়ে পরীক্ষার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।


সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দৈনিক ৭০-৮০ জন পাসর্পোটধারী যাত্রী ও ৩০০-৩৫০টি ট্রাকচালক যাতায়াত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন