করোনার নতুন ধরনের জন্য কোনো টিকা আবিষ্কার হয়নি জানিয়ে চিকিৎসকরা বলছেন এখনও কার্যকরী আগের টিকাগুলোই। বলছেন, এখনই গণহারে টিকা না নিয়ে জোর দিতে হবে প্রতিরোধে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাসহ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত টিকার মজুত আছে এখনও। যাদের টিকার প্রয়োজন, সিভিল সার্জন অফিস থেকেই নিতে পারবেন।
আরও পড়ুন: সংক্রমণ বাড়ায় চট্টগ্রামে করোনার টিকাদান শুরু
বিশ্বের যেসব দেশে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে সেসব দেশেও এখনও গণহারে টিকা কার্যক্রম শুরু হয়নি বলেও মন্তব্য করেন চিকিৎসকরা।
মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, এখনকার টিকা শতভাগ কার্যকর না হলেও কিছুটা কাজ করবে। কিন্তু দ্রুত ছড়ালে এবং নতুন ভ্যারিয়েন্ট হলে নতুন টিকা নিতে হবে। করোনা প্রতিরোধের ওপর জোর দিতে হবে। আমাদের সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে।