খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে মনোযোগ দেন টেইট। নানা ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের কোচ হিসেবেই দেখা গেছে সাবেক এই অজি স্পিডস্টারকে। এর আগে চট্টগ্রাম কিংসের কোচ হয়েছেন। কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এবং আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্সেরও। এবার পিএসএলের ক্লাব করাচি কিংসের সহকারী কোচের দায়িত্বে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী
অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০২১ সালের আগস্টে পাঁচ মাসের জন্য দায়িত্ব নিলেও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৫ সালে অভিষিক্ত হওয়া শন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে শিকার করেছেন ৯৫টি উইকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেওয়ার পর ২০২১ সাল থেকে কোচিংয়ে যুক্ত হন এই সাবেক গতি তারকা।