করণের সিনেমায় নাইসার ‘না’, কী বললেন কাজল?

৩ সপ্তাহ আগে
প্রযোজক করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অসংখ্য তারকাসন্তান। সে ধারাবাহিকতাতেই এবার বলিউড তারকা কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিজের সিনেমায় কাজ করার প্রস্তাব দেন করণ। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কাজল কন্যা। বিষয়টি নিয়ে এবার বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেন কাজল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক আলাপচারিতায় কাজল জানান, করণ এবার বলিউডে নিয়ে আসতে চান নাইসাকে।

 

তিনি বলেন, করণের ১-২টা ফোন এসেছে। কিন্তু আমার মেয়ে সিনেমায় এখন আসতে চাইছে না। তাই করণকে ও ফিরিয়ে দিয়েছে।

 

আরও পড়ুন: যে অভিনেতাকে নিয়ে তর্কে জড়ান আনুশকা-প্রিয়াঙ্কা

 

কাজল আরও বলেন, আসলে নাইসা এখন পড়ালেখায় বেশি গুরুত্ব দিচ্ছে। কখনও সিনেমায় কাজ করতে চাইলে আমাদের জানাবে। ওর নেয়া যেকোনো সিদ্ধান্ততেই আমরা ওর পাশে আছি।

 

আরও পড়ুন: নিউইয়র্কের রাস্তায় রণবীরের হৃদয় ভেঙেছিলেন হলিউডের অভিনেত্রী

 

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে চলতি বছর স্নাতক সম্পন্ন করেছেন নাইসা। আপাতত পড়ালেখায় মনোযোগী হওয়ায় চলচ্চিত্র শিল্প থেকে দূরেই থাকতে চান দর্শকমহলে জনপ্রিয় এ তারকা সন্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন