দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৬৪ জন দক্ষিণ কোরিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই তদন্তের মুখোমুখি হতে পারে।
এরআগে শুক্রবার সন্ধ্যায় দেশটির ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইট রওনা দেয় বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং লাক এক সংবাদ সম্মেলনে বলেন, চার্টার্ড ফ্লাইট ( কেই-৯৬৮৯) নামের এই ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭ টায় কম্বোডিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আটককৃতদের ফিরিয়ে আনার বিষয়ে কম্বোডিয়া সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার সাথে কৌশলগত সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন: রিপোর্ট
সম্প্রতি কম্বোডিয়ায় প্রতারণাচক্রে কাজ করতে গিয়ে এক দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। এরপরই আটক নাগরিকদের মুক্তির জন্য নমপেনে সরকারি কর্মকর্তা পাঠায় দক্ষিণ কোরিয়া সরকার।
দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সাং-লাক জানিয়েছেন, বর্তমানে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টারে অন্তত এক হাজার দক্ষিণ কোরীয় নাগরিকসহ দুই লাখের বেশি বিদেশি জড়িত বলে ধারণা করা হচ্ছে।
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·