কমিটির সুপারিশ প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

২ সপ্তাহ আগে
সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তারা প্রয়োজনে ভর্তি কার্যক্রমও বন্ধ করার হুঁশিয়ারি দেন।

 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ আন্দোলনের পর সরকারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু প্রতারিত হয়েছেন। ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনও বন্ধ হয়নি, যার ফলে ৩ লক্ষাধিক বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন।

 

আরও পড়ুন: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় তদন্ত কমিটি

 

এসময় তারা অভিযোগ করেন, এক মাসের মধ্যে সরকার প্রণীত কমিটির সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও তিন মাস পার হয়ে গেলেও তা প্রকাশিত হয়নি। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হব।

 

উল্লেখ্য, নবম গ্রেডে সরাসরি নিয়োগ পরীক্ষা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন