কমলাপুর ও বিমানবন্দরে ঢাকায় ফেরা মানুষের ভিড়

৩ সপ্তাহ আগে
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেল পথেও ফিরছেন তারা।

মঙ্গলবার (১০ জুন) সকাল থেকেই রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ে। আনন্দের সঙ্গে ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফেরার কথা জানান তারা।

 

উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই রাজধানীতে প্রবেশ করে বেশ কয়েকটি ট্রেন। ট্রেন থেকে নেমে অনেকেই জানালেন, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে গ্রামের বাড়িতে আনন্দেই ঈদ উদ্‌যাপন করেছেন।

 

আরও পড়ুন: সরকারি ছুটি শেষ হওয়ার আগেই রাজধানীতে ফিরছে মানুষ

 

এখনো যাত্রীর চাপ কিছুটা কম থাকায় ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরে আসার কথা জানান যাত্রীরা।

 

এদিকে, কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফিরতি পথে ট্রেনের কোনো সংকট নেই। আজ মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন