বুধবার (৭ মে) রাতে তাদেরকে আটক করার কথা জানা গেছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া তাদের মধ্যে কত জন ভারতীয় নাগরিক, আর কত জন বাংলাদেশ নাগরিক সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া তারা কি বাংলাদেশ থেকে অবৈধ ভাবে গিয়েছিলেন নাকি সে দেশের নাগরিক তার কোনো তথ্য পাওয়া যায়নি।
একইভাবে জেলার আরও কয়েকটি সীমান্ত দিয়ে ভারতের একাধিক লোকজনকে বাংলাদেশ সীমানায় পুশইন করার গুঞ্জন উঠেছে। তবে প্রশাসনিক ভাবে এর সত্যতার কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে ভারত থেকে আসা ১০ বাংলাদেশি আটক
এ বিষয়টি নিয়ে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সাথে টেলিফোনে একাধিক যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
পুলিশের একাধিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ধলাই সীমান্ত এলাকা থেকে এ ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সবকটি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী সীমান্তে বিজিবির টহল জোরদার, ৪ অনুপ্রবেশকারী আটক
জানা যায়, ভারত ও পাকিস্তানের সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী ও অবৈধ ভাবে যাতে দেশের সীমানা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে এজন্য বিশেষ নিদের্শনা রয়েছে। এতে বিজিবির পাশাপাশি পুলিশও তৎপর রয়েছে।
]]>