‘কমপ্লিট শাটডাউন’: বেনাপোলে প্রতিদিন রাজস্ব ঘাটতি ৫০ কোটি

৪ দিন আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শাস্তির ‘হুমকি’ উপেক্ষা করেই সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার (২৮ জুন) কোনো কাজ হয়নি। এতে ভারতের সঙ্গে আমদানি-রফতানি ও কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে পণ্যজট। প্রতিদিন সরকারের রাজস্ব ঘাটতি হচ্ছে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু দিন ধরে প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে।


এ দিকে কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। শনিবার থেকে তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা।


এর আগে শুক্রবারের (২৭ জুন) মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার একই কর্মসূচির সঙ্গে ‘মার্চ টু এনবিআর’ দেয় আন্দোলনকারীদের প্লাটফর্ম-এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।


আরও পড়ুন: কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত


বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান, প্রতিদিন ভারত থেকে ৫০০ থেকে ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রফতানি হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব ৪০ থেকে ৫০ কোটি টাকা। কাস্টমসের কলম বিরতিতে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে না। এতে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এসব আটকে থাকা ট্রাকে লোকশান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। রাজস্ব আয়ে ও বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের দাবি জানাচ্ছি।


বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করে কাস্টমস। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে বাড়ছে পণ্যজট। আমদানি পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া।


বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সব থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হয়নি।’


আরও পড়ুন: এনিবিআরের কর্মবিরতিতে স্থবির বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম


রাজস্ব আহরণকারী বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার জহির রায়হান জানান, একদিকে ভারতের নিষেধাজ্ঞা, অন্যদিকে কাস্টমসের কলম বিরতির কারণে রাজস্ব আয়ের পরিমাণ ৩০ শতাংশ কমেছে। এভাবে চলতে থাকলে বছর শেষে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের ঘাটতি দেখা দেবে।


জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন